ভারতীয়দের গড় আয়ু কমছে ৯ বছর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০৩:২৫ পিএম
ভারতীয়দের গড় আয়ু কমছে ৯ বছর

বায়ুদূষণের কারণে ভারতীয়দের গড় আয়ু ৯ বছর পর্যন্ত কমে যেতে পারে। যুক্তরাষ্ট্রের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের (এপিক) এনার্জি পলিসি ইনস্টিটিউটের গবেষণায় বলা হয়, উত্তর ভারতের ৪৮ কোটি মানুষ “বিশ্বের সবচেয়ে ভয়াবহ বায়ুদূষণের” মধ্যে বসবাস করছেন। এই দূষণ ধীরে ধীরে আশপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ছে।

প্রতিবছরই বিশ্বের সবচেয়ে দূষিত অঞ্চলের তালিকায় শীর্ষে অবস্থান করে ভারতের শহরগুলো। আর বায়ুদূষণজনিত কারণে দেশটিতে প্রতিবছর দশ লাখের বেশি মানুষের মৃত্যু হয়।

প্রতিবেদনে আরও বলা হয, ভারতের উত্তরাঞ্চলের মানুষ পৃথিবীর অন্য যেকোনো এলাকার চাইতে ১০ গুণ দূষিত বাতাসে নিশ্বাস নেন।

এই বায়ুদূষণ গত কয়েক দশকে পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছে। মহারাষ্ট্র, মধ্য প্রদেশসহ আশপাশের এলাকাতেও ২০০০ সালের চাইতে বর্তমানে মানুষের গড় আয়ু আড়াই থেকে তিন বছর কমেছে।

বিবিসির খবরে আরও বলা হয়, ২০১৯ সালে ভারতের বাতাসে দূষিত কণার গড় ঘনত্ব ছিল বিশ্বের সর্বোচ্চ। তবে বায়ুদূষণ বন্ধে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া হলে অন্তত ভারতীয়দের গড় আয়ু ৫ থেকে ১০ বছর পর্যন্ত বাড়তে পারে বলেও আশা জানিয়েছেন গবেষকরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!