• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ভারতশাসিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই ‘পাকিস্তানি’সহ নিহত ৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০২:০৫ পিএম
ভারতশাসিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই ‘পাকিস্তানি’সহ নিহত ৬

ভারতের জম্মু-কাশ্মীরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ পাকিস্তানি সন্ত্রাসীসহ ৬ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার বলছেন, নিহতরা নিষিদ্ধঘোষিত পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সদস্য ছিল।

এই অভিযানকে ‘বড় সাফল্য’ হিসেবে দেখছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এনডিটিভি জানায়, জম্মু-কাশ্মীরের অনন্তনাগ ও কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুটি পৃথক সংঘর্ষে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় কুলগাম জেলার নওগাম অনন্তনাগ ও মিরহামা গ্রামে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার সঙ্গে সঙ্গেই বন্দুকযুদ্ধে লিপ্ত হয় বিচ্ছিন্নতাবাদীরা।

পুলিশ জানায়, নিহত সন্ত্রাসীদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। তাদের মধ্যে দুইজনকে পাকিস্তানি ও দুইজন স্থানীয় সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করেছে পুলিশ।

কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমারের বরাতে সকালে এক টুইটে ভারতীয় পুলিশ বাহিনী জানায়, “এই অভিযান আমাদের জন্য একটি বড় সাফল্য।”

এর আগে নওগাম অনন্তনাগে বন্দুকযুদ্ধে একজন পুলিশ আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনন্তনাগের বন্দুকযুদ্ধের পরপরই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুলগামের মীরহামা গ্রামে অভিযান শুরু করে পুলিশ।

Link copied!