• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘বোকার স্বর্গে’ পশ্চিমারা : সাবেক রুশ প্রেসিডেন্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৩:৩৬ পিএম
‘বোকার স্বর্গে’ পশ্চিমারা : সাবেক রুশ প্রেসিডেন্ট

ইউক্রেনে চলমান আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না। বরং এমনটা ভাবলে পশ্চিমারা ‘বোকার স্বর্গে’ আছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশের নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।

শুক্রবার (২৫ মার্চ) রুশ বার্তা সংস্থা আরআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাক্ষাৎকারে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ বলেন, “ইউক্রেনে সামরিক অভিযানের পক্ষে রাশিয়ার দুই-তৃতীয়াংশ জনগণের সমর্থন আছে। এটা বিভিন্ন জরিপেই দেখা যাচ্ছে। পুতিনের পক্ষে সমর্থন আরও বেশি। পশ্চিমা নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের ব্যাপারে জন-অসন্তোষ সৃষ্টি করবে না। তাদের নিষেধাজ্ঞা রাশিয়ার সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে।”

রাশিয়ার এ সাবেক প্রেসিডেন্ট বলেন, “এসব বড় ব্যবসায়ীদের মধ্যে কারোই কি দেশের নেতৃত্বের ওপর বিন্দুমাত্র প্রভাব আছে। আসুন আমরা নিজেরাই নিজেদের জিজ্ঞেস করি। খোলাখুলিই বলছি, একদমই নেই।”

যেসব রাশিয়ান ইউক্রেনে অভিযান নিয়ে সমালোচনা করছেন তাদের উদ্দেশে মেদভেদেভ বলেন, “কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্তে আপনি অসন্তুষ্ট হতেই পারেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনি দেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না। তা-ও আবার এমন কঠিন পরিস্থিতিতে, এটা দেশদ্রোহিতা।”

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বেশ কয়েকজন রুশ বিলিয়নিয়ার। তাদের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে মনে করছে পশ্চিমারা।

Link copied!