বেলারুশে বিমান ছিনতাই করে ভিন্নমতাবলম্বী এক সাংবাদিক ও তার প্রেমিকাকে সরিয়ে নেওয়ার এক বছর পর গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া সাংবাদিকের প্রেমিকা রাশিয়ান শিক্ষার্থীকে ৬ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বেলারুশের এক আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, লিথুয়ানিয়া যাওয়ার সময় সাংবাদিক রোমান প্রোটাসেভিচ ও তার প্রেমিকা সোফিয়া সাপেগাকে সরিয়ে নেওয়া হয়। তাদের বহন করা বিমানটি ছিনতাই করে মিনস্কের দিকে সরিয়ে নেয় বেলারুশ কর্তৃপক্ষ।
আদালত জানান, বেলারুশে সামাজিক শত্রুতা ও বিভেদ উসকে দেওয়ার জন্য সোফিয়া সাপেগা দোষী সাব্যস্ত হয়েছেন। অনুমতি ছাড়াই এক ব্যক্তির ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য সংগ্রহ ও প্রচার করার জন্যও দোষী সাব্যস্ত করা হয়েছিল তাকে। বেলারুশের কর্তৃপক্ষ এর আগে তার বিরুদ্ধে দাঙ্গা সংগঠিত করার অভিযোগ এনেছিল।
বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে আলেকজান্ডার লুকাশেঙ্কো ক্ষমতা গ্রহণের পর দেশব্যাপী বিক্ষোভ শুরু। বিক্ষোভ দমনে বিরোধীদের ওপর আক্রমণ চালিয়ে যান লুকাশেঙ্কো। অনেক বিরোধী নেতাকে জেলে রাখা হয়। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। এসব নিয়ে ২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিশাল বিক্ষোভের ভিডিও ও তথ্য প্রকাশ করেছিলেন প্রোটাসেভিচ।
পোল্যান্ডে অবস্থিত নেক্সটা টেলিগ্রাম চ্যানেলের সম্পাদক প্রোটাসেভিচ। প্রোটাসেভিচ ২০১৯ সালে বেলারুশ থেকে পালিয়ে যান। তার বিচার চলছে। তার বিরুদ্ধে তদন্তের অবস্থা স্পষ্ট নয়।
পরে ২০২১ সালের মে মাসে প্রোটাসেভিচ ও তার প্রেমিকাকে কৌশলে তুলে নিয়ে যায় বেলারুশ সরকার। তারা লিথুনিয়া যাওয়ার সময় বহনকারী বিমানে বোমা পাওয়ার কথা বিমানটি ছিনতাই করা হয়। এই ঘটনা বিশ্বকে হতবাক করেছিল।