• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বুলগেরিয়ায় নার্সিং হোমে আগুন, নিহত ৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৯:৩৬ এএম
বুলগেরিয়ায় নার্সিং হোমে আগুন, নিহত ৯

ইউরোপের দেশ বুলগেরিয়ায় একটি নার্সিং হোমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৯ জন নিহত হয়েছেন।

বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় রোয়াক গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত করে জানা যায়নি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানায়, এটি একটি পুরোনো ভবন ছিল।ভবনটির ছাদ কাঠের তৈরি। সেই ছাদ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির ফায়ার সার্ভিস কর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, নার্সিং হোমটিতে ৫৮ জন বয়স্ক ব্যক্তি ছিলেন। বয়স্কদের দ্রুতই উদ্ধার করা হয়।  তবে আগুনের প্রচণ্ড ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

Link copied!