• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বুরকিনা ফাসোর সোনার খনিতে বিস্ফোরণ, নিহত ৬০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৫:১৫ পিএম
বুরকিনা ফাসোর সোনার খনিতে বিস্ফোরণ, নিহত ৬০

আফ্রিকা মহাদেশের বুরকিনা ফাসোতে একটি সোনার খনিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন।

এএফপি’র খবরে জানা যায়, স্থানীয় সময় সোমবার বিকেলে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গমগমবিরোতে একটি সোনার খনিতে এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৬০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, হতাহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নেওয়ার পরপরই তাদের মৃত্যু হয়।

পনির হাই কমিশনার আঁতোয়ান দৌয়াম্বার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদনে জানায়, বিস্ফোরণের কারণ জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিস্ফোরণের ছবিতে বিধ্বস্ত হওয়া গাছ ও ঘরবাড়ি দেখা গেছে। নিহতদের মরদেহ মাদুর দিয়ে ঢেকে রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, দেশটিতে আন্তর্জাতিক কোম্পানিগুলো দ্বারা পরিচালিত বড় ধরনের সোনার খনি রয়েছে। এছাড়াও শতাধিন ছোট ছোট সোনার খনিও রয়েছে। যার অধিকাংশই নিবন্ধনবিহীন। এসব খনিতে বহু শিশু কাজ করে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!