• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু আবারও বাড়ছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৯:০০ এএম
বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু আবারও বাড়ছে

 

করোনাভাইরাস মহামারিতে বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছেই। বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ৫ হাজার ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখ মানুষ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৫ হাজার ২৬৬ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ১৮৯ জন।

সোমবারের (২৯ নভেম্বর) চেয়ে দৈনিক মৃত্যু এক হাজারের মতো বেড়েছে এবং আক্রান্ত বেড়েছে ৫০ হাজারের বেশি। এ নিয়ে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ২৩ হাজার ৯৮৪ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৫৭৯ জনে।

দৈনিক সংক্রমণরের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭২৫ জন এবং মৃত্যু হয়েছে ৩১৭ জন।

দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০৯ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৮৬০ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ৭০ হাজার ৩৭৩ জন। মারা গেছেন ২ লাখ ৭২ হাজার ৭৫৫ জন।

এছাড়াও ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮৪৩ জন। 

এদিকে যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ১ লাখ ৪৬ হাজার ৪৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৭৫ জনের। আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, জার্মানি নবম এবং আর্জেন্টিনা দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩১তম।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৮০ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!