• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০৯:২৫ এএম
বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

করোনা মহামারির তাণ্ডবে বিশ্বজুড়ে এখনও মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। টিকা কার্যক্রম চলমান থাকায় শনাক্তের হার কিছুটা কমেছে। তবে মৃত্যুর সংখ্যা একটু একটু করে বাড়ছেই।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছে আরও ৪ হাজার ৯৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৩ হাজার ৮৮৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৫৬৪ জন। সেই সঙ্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ২১ হাজার ৪৬৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ১২ লাখ ৮৩ হাজার ১১৪ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এখনও এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমণের সংখ্যা ৪ কোটি ৮০ লাখ ২ হাজার ৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩১২ জনের।

এদিকে ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৫৩৬ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৬৫৫ জনের। ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৯৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১১ হাজার ৩১৮ জনের। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত ৯৫ লাখ ৬০ হাজার ৬৬৪ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৪২ হাজার ৮৯৮ জনের। এছাড়াও রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৭০ হাজার ৬৭৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৩৮৬ জনের।

বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যার তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম। গত ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২৬ জনে। এছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জনে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!