• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিক গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৬:৪২ পিএম
বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিক গ্রেপ্তার

সারা বিশ্বে এবছর প্রায় ৩০০ সাংবাদিককে আটক করেছে বিভিন্ন দেশের সরকার। হত্যা করা হয়েছে অন্তত ২৪ জনকে।

নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিক অধিকার বিষয়ক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বৃহস্পতিবার বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ পরিসংখ্যানের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে দেশে দেশে সাংবাদিক নির্যাতনের চিত্র।

এবছর আটক সাংবাদিকের সংখ্যা ছিল নতুন বিশ্বরেকর্ড। ১ ডিসেম্বর পর্যন্ত কারারুদ্ধ করা হয়েছে ২৯৩ সাংবাদিককে। যাদের এক চতুর্থাংশকে আটক হয়েছেন চীন ও মিয়ানমারে। গত বছর এই সংখ্যা ছিল ২৮০ জন।

সিপিজের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে চীনে ৫০ জন, মিয়ানমারে ২৬, মিশরে ২৫, ভিয়েতনামে ২৩ ও বেলারুশে ১৯ জন সাংবাদিককে বন্দী করা হয়েছে। সৌদি আরব, ইরান, তুরস্ক, রাশিয়া, ইথিওপিয়া ও ইরিত্রিয়াতেও কারাগারে বন্দী আছেন অনেক মিডিয়া কর্মী।

৪০ বছর ধরে সাংবাদিকদের হত্যা, আটক, কাজে বাধা দেওয়া, শারীরিক নির্যাতন ও হুমকির বিরুদ্ধে সচেতনতা তৈরি করেছে সিপিজে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জোয়েল সাইমন বলেন, “টানা ষষ্ঠ বছর ধরে বিশ্বে বন্দী সাংবাদিকদের সংখ্যা রেকর্ড ভেঙে চলেছে। সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের আটক করা একটি কর্তৃত্ববাদী সরকারের বৈশিষ্ট্য।”

Link copied!