বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়িপাতার জন্য ব্যবহার হচ্ছে ইসরায়েলের তৈরি স্পাইওয়্যার প্রযুক্তি পেগাসাস।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা এই সফটওয়্যার দিয়ে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ও ক্ষমতাসীন ব্যক্তিদের পরিবারের সদস্যদের ওপরও আড়ি পাতা হয়েছে।
তুরস্কে সৌদি দূতাবাসে নিহত সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী, বাগদত্তাসহ বেশ কিছু দেশের অ্যাক্টিভিস্ট, আইনজীবী, সাংবাদিক ও শিল্পপতিদের ওপর নজরাদারি করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মূলত এসব দেশের সরকার কর্তৃত্ব বজায় রাখতে আড়িপাতার কাজে এই স্পাইওয়্যার ব্যবহার করেছে।
পেগাসাসের মাধ্যমে আইফোন ও অ্যানড্রয়েড ফোনের মেসেজ, ছবি, ই–মেইল, কল রেকর্ড থেকেও তথ্য সংগ্রহ করা যায়। এমনকি ব্যবহারকারীর অজান্তেই ফোনের মাইক্রোফোন চালু করে আড়িপাতা হয়।
২০১৬ সাল থেকে এনএসওর এই প্রযুক্তির মাধ্যমে আড়িপাতা ৫০ হাজারের বেশি ফোন নম্বরের একটি তালিকা ফাঁস করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। ফরাসি সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম এ তালিকা প্রকাশ করে।