অতিরিক্ত যাত্রীর চাপে বেসামরিক বিমান চলাচল বন্ধ করেছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, যাত্রীবাহী মার্কিন বিমানে ঝুলে আফগানিস্তান ছেড়ে পালাতে গিয়ে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আফগানিস্তানের আকাশে থাকা অবস্থায় এক ব্যক্তিকে বিমান থেকে নিচে পড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান বিমান উড্ডয়নের সময়ে চাকা ধরেও ঝুলছিলেন কয়েকজন।
বিমানের চাকায় পিষে কয়েকজন মারা গেছেন বলেও জানা গেছে। সোমবার (১৬ আগস্ট) সকাল থেকেই কাবুল বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়।
একটি ভিডিওতে বিমানের গা বেয়ে অনেককে উপরে উঠার চেষ্টা করতে দেখা যায়। বিবিসি আরও জানায়, এসময় যাত্রীদের ছত্রভঙ্গ করতে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে থাকা মার্কিন সেনাদের ফাঁকা গুলি ছুড়তেও দেখা গেছে।
এ পর্যন্ত ৫ জন নিহতের কথা জানিয়েছে আল-জাজিরা। এছাড়াও কাবুল এয়ারপোর্ট থেকে বিমান ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
রোববার তালেবান বিদ্রোহীরা রাজধানী কাবুলে প্রবেশের পর দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি। বিজয়ী তালেবান যোদ্ধাদের সোমবার কাবুলের রাস্তায় টহল দিতে দেখা যায়।
তালেবান শাসন থেকে পালাতে অনেকেই শহর ছাড়তে চেষ্টা করছে। এদের মধ্যে কূটনীতিক, স্থানীয় ও বিদেশী নাগরিক ও আফগান সরকারের কর্মকর্তাও রয়েছে।