• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিজেপি ছেড়ে তৃণমূলে বাবুল সুপ্রিয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৪:৩১ পিএম
বিজেপি ছেড়ে তৃণমূলে বাবুল সুপ্রিয়

কয়েক মাসের নাটকীয়তার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির সাবেক মন্ত্রী ও সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়। মন্ত্রিত্ব হারানোর পর থেকেই রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিচ্ছিলেন এই ভারতীয় সংগীতশিল্পী। তবে অবসরে না গিয়ে উল্টো পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলকেই বেছে নিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, শনিবারের দুপুরে আচমকাই তৃণমূলে যোগ দেন আসানসোলের এই সাবেক বিজেপি সাংসদ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলবদল করেন তিনি। 

দুই দফায় মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। মন্ত্রিত্ব হারানোর পর শুরুতে সংসদ সদস্য পদ এবং রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। যদিও পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠক করে তিনি জানান, রাজনীতি ছেড়ে দিলেও সাংসদ পদ ছাড়ছেন না। একই সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ারও আশ্বাস দেন এই নেতা।

তবে রাজনীতির থেকে দূরে না সরে বরং থেকে বিজেপি থেকেই সরে এলেন এই নেতা। এরই মাধ্যমে ভবানীপুর উপনির্বাচনের আগে বিজেপিকে বড় চমক দিল তৃণমূল।

এর আগে তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে নির্বাচনী প্রচারে যোগ দেওয়ার কথা থাকলেও পরে সেই পরিকল্পনা বাতিল করেন বাবুল। যদিও সে সময় তার তৃণমূলে যোগদানের আভাস আঁচ করতে পারেনি কেউ।

Link copied!