গতবছরের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রচারে যোগ দিয়ে সাড়া ফেলেছিলেন হলিউড আর টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।
বাংলার ফাটা কেষ্টর সিনেমার সংলাপে জমে উঠেছিল বিজেপির মঞ্চ। তবে জোর প্রচার চালিয়েও শেষ পর্যন্ত নির্বাচনের ফলে কোন প্রভাব দেখাতে পারেনি গেরুয়া শিবির। তৃনমূল কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল।
তবে হাল ছাড়েনি বিজেপি। হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার কলকাতায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে আলোচনায় করেছেন বিজেপি নেতারা। তাও পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে আবারও তার আবির্ভাব হতে পারে বলেই আশ করা হচ্ছে।
যদিও সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “আমি রাজনীতি করি না মানুষ নীতি করি। পশ্চিমবাংলা মানুষের জন্য আমি কিছু করতে চাই।”
ধারণা করা হচ্ছে দিল্লি, মুম্বাই কিংবা পশ্চিমবঙ্গের নির্বাচনের ময়দানে দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তীকে। তবে কোন ভূমিকায় তিনি থাকবেন সে ব্যাপারে তিনি খোলসা করেননি।
তবে নিশ্চিতভাবে লোকসভা বা তার আগেই সব জানা যাবে এমন ইঙ্গিত দিয়েছেন এই সুপারস্টার।