বিক্ষোভ নিয়ন্ত্রণে সহিংস তালেবান, জাতিসংঘের নিন্দা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৩:১৭ পিএম
বিক্ষোভ নিয়ন্ত্রণে সহিংস তালেবান, জাতিসংঘের নিন্দা

আফগানিস্তানের ক্ষমতা দখলের কয়েক সপ্তাহের মধ্যেই তালেবানের “ক্রমবর্ধমান সহিংস আচরণ” নিয়ে নিন্দা জানাল জাতিসংঘ। সংস্থাটির দাবি, সাম্প্রতিক বিক্ষোভগুলোতে তালেবান যোদ্ধাদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে।

১৫ আগস্ট আশরাফ গনির পতনের পর কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবনা। এরপর থেকেই আফগানিস্তানজুড়ে বিক্ষোভ চলছে। অধিকার ও ব্যক্তিস্বাধীনতার দাবিতে নারীদের পাশাপাশি অনেকেই তালেবান শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন।

এদিকে জাতিসংঘের প্রতিবেদনে বলেছে, তালেবান যোদ্ধারা বিক্ষোভকারীদের দমনে লাঠি, চাবুক ও গোলাবারুদ ব্যবহার করেছে। মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের একজন মুখপাত্র বলেন, “অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার দিতে ও সাংবাদিকদের নির্বিচারে আটক ও সহিংসতা বন্ধ করুতে আমরা তালেবানদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

২০ বছর মার্কিন সমর্থিত সরকারী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের পর গত ১৫ আগস্ট পুনরায় দেশটির দখল নেয় তালেবান। এরপর ৮ সেপ্টেম্বর নতুন সরকার ঘোষণা করে বিদ্রোহীরা।

মার্কিন সেনাদের ওপর হামলার পরিসংখ্যান প্রকাশ করে তালেবান সরকারের সদস্যদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার নেতৃত্ব থাকা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ, জাতিসংঘের কালো তালিকাভুক্ত। এছাড়া সিরাজউদ্দিন হাক্কানিও রয়েছেন এফবিআইয়ের সন্ত্রাসী তালিকায়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!