ভারতে মর্মান্তিক হেলিকপ্টারের বিধ্বস্তের ঘটনায় একমাত্র জীবিত আরোহীর মৃত্যু হয়েছে। ৮ ডিসেম্বর প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের সঙ্গে দুর্ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।
মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ৭ দিন পর চিরবিদায় নিলেন এই সামরিক কর্মকর্তা। এরই মাধ্যমে হেলিকপ্টারটির সব আরোহির মৃত্যু হল। বুধবার ভারতীয় বিমান বাহিনীর এক টুইটবার্তায় এই তথ্য জানানো হয়।
গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং মারা গেছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইটে তিনি বলেন, “গর্ব, সাহসিকতা ও চূড়ান্ত দক্ষতার সঙ্গে দেশের সেবা করেছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তার প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত।”
৮ ডিসেম্বর তামিলনাড়ুতে ওয়েলিংটনের ডিফেন্স কলেজে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিতে রওনা করেছিলেন সেনা কর্মকর্তারা। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে বিধ্বস্ত হয়ে কুন্নুরের গভীর জঙ্গলে বিধ্বস্ত হয় সামরিক হেলিকপ্টারটি। এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।
প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী ও ঊর্ধতন সেনা কর্মকর্তারা সহ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪জন।