• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

বন্যায় তলিয়ে গেছে ব্রাজিলের ৪০ শহর, প্রাণহানি ১৮


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৫:৪৪ পিএম
বন্যায় তলিয়ে গেছে ব্রাজিলের ৪০ শহর, প্রাণহানি ১৮

প্রবল বন্যায় ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৮০ জনেরও বেশি। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে সিএনএন।

বন্যায় বাহিয়া রাজ্যজুড়ে অন্তত ৪০টি শহর পানিতে তলিয়ে গেছে। গভর্নর রুই কস্তা সাংবাদিকদের বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইলহেউস শহরটি।

কস্তা বলেন, “আমি বাহিয়ার ইতিহাসে এমন বিপর্যয় দেখেছি বলে মনে করতে পারি না। ক্ষতিগ্রস্ত শহর ও ঘরবাড়িগুলোর দেখলেই বুঝতে পারবেন এই বন্যা কতটা ভয়ঙ্কর। অনেক বাড়ি ও সড়ক সম্পূর্ণরূপে পানির নিচে ডুবে গেছে।”

বাহিয়ার নাগরিক সুরক্ষা সংস্থার মতে, ৩৫ হাজারেরও বেশি মানুষ বন্যার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে গেছেন।

শনিবার গভীর রাতে ভারী বর্ষণের ফলে ইতাম্বে শহরের একটি বাঁধ ভেঙ্গে গেলে বন্যার ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায়।

ব্রাজিলের আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ সংস্থাগুলো সতর্ক করে জানায়, বাহিয়াতে বন্যা ও ভূমিধস আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Link copied!