ফিলিপাইনে প্রলয়ঙ্করী ঘুর্নিঝড় রাইয়ের আঘাতে অন্তত ৩১ জনেরও মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পূর্বের দ্বীপগুলোতে প্রায় ঘন্টায় ১৯৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়। এতে ব্যাপক সংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় ফসলী জমি।
এ বছর ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটি। ঘূর্ণিঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় প্রায় ত্রিশ লাখ মানুষ বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে।
দেশটির দুর্যোগ সংস্থা এক বিবৃতিতে জানায়, ঘূর্ণিঝড়ে চারজন মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আরও ২৭ জনের মৃত্যুর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিধ্বস্ত এলাকায় এখনও উদ্ধার অভিযান চলছে। দুর্গত এলাকায় উড়োজাহাজ থেকে তোলা ছবি প্রকাশ করেছে সেনাবাহিনী। এতে লুনা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। অনেক ভবনের ছাদ উড়ে গেছে, মাটিতে ধ্বংসাবশেষ পড়ে আছে।
মিন্দানাওর সুরিগাও শহরের আশেপাশের এলাকাতেও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।