ইউক্রেনে রাশিয়া সেনাদের আগ্রাসন শুরুর পর থেকে প্রথম কোনো দেশ হিসেবে সামরিক সহায়তা নিয়ে দেশটির পাশে দাঁড়াল পোল্যান্ড।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের পক্ষ থেকে গোলাবারুদের একটি কনভয় ইউক্রেনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিউজ ব্লাজ্যাকের।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “গোলাবারুদ ইতোমধ্যেই আমাদের প্রতিবেশীদের কাছে পৌঁছে গেছে। আমরা ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রুশ হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশ করছি।”
এদিকে পোল্যান্ডের পাঠানো এই সামরিক সহায়তাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তবে ইউক্রেনকে ঠিক কী পরিমাণ সাহায্য পাঠানো হয়েছে, তার পরিমাণ জানায়নি কোনো দেশই। এছাড়া শুধু সামরিক সহায়তায় নয়, ইউক্রেন থেকে আসা শরণার্থীদের জন্য নিজ দেশের সীমান্তও খুলে দিয়েছে পোল্যান্ড।