• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পৌরসভা নির্বাচনে আবারও তৃণমূলের জয়জয়কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৮:১২ পিএম
পৌরসভা নির্বাচনে আবারও তৃণমূলের জয়জয়কার

পশ্চিমবঙ্গের পৌরসভা নির্বাচনে আরেক দফা চমক দেখালো রাজ্যের দল তৃণমূল কংগ্রেস। হিন্দুস্তান টাইমস জানায়, ভোট গণনায় ১০৮ আসনের মধ্যে ১০২টিতেই বিপুল ব্যবধানে এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

সকাল ৮টা থেকে শুরু হয় ১০৮ পৌরসভার ভোট গণনা। আগের চারটি পৌরসভা নির্বাচনে চারটিই জয় পেয়েছে শাসকদল।

বিজেপি নেতা দিলীপ ঘোষ, অর্জুন সিং, সুকান্ত মজুমদারের ওয়ার্ডেও জয় পেয়েছে তৃণমূল প্রার্থীরা। প্রথমবার দক্ষিণ ২৪ পরগণার পৌরসভাতেও বাম দলকে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল।

আনন্দবাজার আরও জানায়, জয়নগরের ১৪ টি ওয়ার্ডের মধ্যে ১২ টিতে তৃণমূল কংগ্রেস জয় পায়। বিভিন্ন ওয়ার্ডে জয় নিশ্চিত হতেই নেমেছে আনন্দ মিছিল।

ফল ঘোষণার আগে টুইট করে দলীয় কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান মমতা। এক টুইটে তিনি বলেন, “মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা, দায়িত্ব, দায়বদ্ধতা আরও বাড়ল।”

Link copied!