• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

পুতিন অস্থিরতা সৃষ্টির ‘মাস্টারমাইন্ড’, বলছে পোল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৪:৪৫ পিএম
পুতিন অস্থিরতা সৃষ্টির ‘মাস্টারমাইন্ড’, বলছে পোল্যান্ড

পোল্যান্ডের মাধ্যমে ইউরোপে অনুপ্রবেশের চেষ্টায় বেলারুশ সীমান্তে ভিড় করেছে কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী। এর ফলে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে দেশটির সীমান্তবর্তী এলাকা।

এমন পরিস্থিতির কারণে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চটেছে পোল্যান্ড সরকার। সীমান্তে অভিবাসী সংকটের পেছনে এই দুজনকেই দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় মঙ্গলবার সীমান্ত পরিদর্শনের পর সংসদে জরুরি অধিবেশন ডাকেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউতস মোরাউইকি। এ সময় পুতিনকে উদ্দেশ করে মন্তব্য করে তিনি বলেন, “বেলারুশের স্বৈরাচারী নেতা (লুকাশেঙ্কো) পুতিনের ঘনিষ্ঠ মিত্র। আর এই সংকটের মাস্টারমাইন্ড মস্কোতেই রয়েছেন।”

এই মুহূর্তে পোল্যান্ডের সীমান্তে আটকা আছে অন্তত দুই হাজার অভিবাসী। পোলিশ সরকারের দাবি, অভিবাসীদের বেলারুশের মধ্য ইউরোপে যেতে উসকানি দিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াতে চেষ্টা করছে রুশ ও বেলারুশের নেতারা।

একে গত ৩০ বছরের মধ্যে পোল্যান্ড সীমান্তের ওপর সবচেয়ে বড় আক্রমণ বলে মনে করছেন মোরাউইকি। সীমান্ত যুদ্ধে জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

বিবিসি জানায় সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে বেলারুশের শত শত মানুষ পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছে। এ ঘটনার পর পোল্যান্ড সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। কুযনিচায় একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ।

ইইউ ও নেটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাতভিয়া গত কয়েক মাস ধরেই তাদের দেশে অবৈধ অনুপ্রবেশ চেষ্টার অভিযোগ জানিয়ে আসছে। এই বিপুল সংখ্যক অভিবাসীদের বেশির ভাগই মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো থেকে আগত বলে জানা গেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!