• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

পুতিনের শার্ট ছাড়া ছবি নিয়ে জি-৭ নেতাদের ঠাট্টা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০৭:২১ পিএম
পুতিনের শার্ট ছাড়া ছবি নিয়ে জি-৭ নেতাদের ঠাট্টা

রবিবার জার্মানিতে জি-৭ জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন সদস্য দেশগুলোর নেতারা। তবে প্রথম দিনে সব আলোচনা ছাপিয়ে সামনে এসেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাদের মন্তব্য।

সম্মেলনের প্রথম দিন মধ্যাহ্নভোজের পর পুতিনের কঠোর ভাবমূর্তি নিয়ে উপহাস করেছেন নেতারা। মধ্যাহ্নভোজ শেষে আনুষ্ঠানিক ছবির জন্য অপেক্ষা অপেক্ষারত দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সবাইকে পরামর্শ দেন “ছবিতে আমাদের দেখাতে হবে আমরা পুতিনের চেয়েও বেশি কঠোর।”

এসময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোড়ার পিঠে বসা পুতিনের একটি আলোচিত ছবির প্রসঙ্গ টেনে বলেন, “আমরা কি ঘোড়ার পিঠে চড়ে ছবি তুলতে যাচ্ছি?”

জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, “কোট পরে তুলবো? নাকি কোট ছাড়া? আমরা কি আমাদের জামা খুলে ফেলব?” 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “ঘোড়ায় চড়াটাই ভালো বুদ্ধি। পোশাকের কোন ব্যাপার না।”

তখন বরিস জনসন বলেন, “আমাদের ওরকম (পুতিনের মত) শরীর দেখাতে হবে তো!”

যদিও শেষ পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে সভাকক্ষের বাইরে গিয়ে কোট পরেই ছবি তোলেন নেতারা। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান সেসময় উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!