ইউক্রেন ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন জার্মানির নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল কে-আচিম শোয়েনবাখ। বিবিসি জানায়, ভারতের রাজধানী নয়াদিল্লির এক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ওই মন্তব্য করেছিলেন তিনি।
শোয়েনবাখ বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে চায় – এটা একেবারে বাজে কথা। এসময় তিনি আরও যুক্ত করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবার সম্মান পাওয়ার যোগ্য। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মাঝে শেষ পর্যন্ত পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।
সম্প্রতি সীমান্তে উত্তেজনার জেরে সেনা মোতায়েন করে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ অভিযোগ করে, দেশটিতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন।
এর পর ইউক্রেনে অস্ত্রও সরবরাহ করেছে দেশগুলো। যদিও জার্মানি ইউক্রেনের গোলাবারুদ সরবরাহের অনুরোধ প্রত্যাখ্যান করে।
পরবর্তীতে ইউক্রেন আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেয় রাশিয়া। যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো থেকে ইউক্রেনকে বাদ দিতে হবে। এটি রাশিয়ার নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের বিষয়।
সেই অঞ্চলে ন্যাটোর সামরিক মহড়া আর অস্ত্র পাঠানো রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করেন পুতিন। আর পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে ষড়যন্ত্রের করার অভিযোগ করে যুক্তরাজ্য। ইউক্রেন ইস্যুতে দেশটির ওপর চাপ অব্যহত রেখেছে যুক্তরাষ্ট্রও।
গত কয়েক সপ্তাহ ধরেই চলছে এই নাটকীয়তা।