• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

পাঞ্জাবে আদালতে বিস্ফোরণ, নিহত ২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০২:৫২ পিএম
পাঞ্জাবে আদালতে বিস্ফোরণ, নিহত ২

ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার জেলা আদালতের চত্বরে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। এদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার আদালতের তিনতলায় বিস্ফোরণ হয়। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানায়, আদালত চত্বরের তিনতলা ভবনের একটি শৌচাগারে দুপুর ১২টা ২২ মিনিটে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের সময় আদালতে স্বাভাবিক কার্যক্রম চলছিল।

ইতিমধ্যে পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে এসেছে ফায়ার সার্ভিস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আদালতের ভিতর থেকে ধোয়া বের হচ্ছে।

বিস্ফোরণে বিস্ফোরণে বাথরুমের দেয়াল ভেঙে পড়েছে। এছাড়াও আশেপাশের কক্ষের কাঁচের ফলকও ভেঙে গেছে।

লুধিয়ানা শহরের কেন্দ্রস্থলে জেলা কমিশনারের অফিসের কাছে অবস্থিত জেলা আদালত। এক টুইটে পুলিশকে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে বলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

Link copied!