• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

পাকিস্তানের নতুন মন্ত্রীসভার শপথগ্রহণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ০৬:২০ পিএম
পাকিস্তানের নতুন মন্ত্রীসভার শপথগ্রহণ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই খবর জানিয়েছে আল-জাজিরা।

জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এই নতুন মন্ত্রিসভা গঠন করেছেন শাহবাজ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অপসারণের এক সপ্তাহেরও বেশি সময় পর ক্ষমতায় আসছে নতুন প্রশাসন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্সি প্রাসাদে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানি ৩৪ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। শপথে অনুষ্ঠানের পর মন্ত্রিসভার সদস্যদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হবে।

সোমবার (১৮ এপ্রিল) গভীর রাতে মন্ত্রিপরিষদ বিভাগে ফেডারেল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের তালিকা প্রকাশ করা হয়। তবে মন্ত্রীদের শপথ পাঠ করাতে ‘অনীহা’ প্রকাশ করেছেন দেশের বর্তমান  প্রেসিডেন্ট আরিফ আলভি।

নতুন প্রশাসনে ৩০ জন মন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিনজন উপদেষ্টার নাম রয়েছে। 

১৯৪৭ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ১১ এপ্রিল প্রথমবার পাকিস্তানে অনাস্থা ভোটে পদচ্যুত হন ইমরান খান। পরে পার্লামেন্টের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ।

 

Link copied!