• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ০৫:৩৩ পিএম
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন পিএমএল-এন সভাপতি শাহবাজ শরীফ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর সংসদ সদস্যরা অধিবেশন বয়কট ঘোষণা করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ।

সোমবার (১১ এপ্রিল) দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পিটিআই-এর সাংসদরা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করায় ভোট অনুষ্ঠিত হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করলেন শাহবাজ।

শনিবার মধ্যরাতে ১৬৮ ভোট পেয়ে আস্থা ভোটে হেরে যান ইমরান। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য বিরোধী জোট থেকে শাহবাজ শরিফকে মনোনীত করা হয়। তিনি পেয়েছেন ১৭৪ ভোট।

এর আগেও ২০১৮ সালে পাকিস্তানের সংসদীয় নির্বাচনে ইমরানের খানের বিপক্ষে প্রধান বিরোধী প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহবাজ। সেবার ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন ইমরান। তার প্রতিদ্বন্দ্বী শাহবাজ পেয়েছিলেন ৯৬ ভোট।

দ্য ফ্রি প্রেস জার্নাল বলছে, ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর তার দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য শাহ মাহমুদ কোরেশিকে মনোনীত করা হয়েছিল। পরে দলের সিদ্ধান্ত মোতাবেক সংসদ থেকে ওয়াক আউট করেন পিটিআই দলের সাংসদরা। দলের পক্ষে ওয়াক আউট ঘোষণা করেন কোরেশি।

এদিন সকালে পিটিআই-এর সংসদীয় কমিটির বৈঠকে নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয় পিটিআই। বৈঠক শেষে এ তথ্য জানান সাবেক তথ্যমন্ত্রী ও পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী।

বৈঠকের পরে এক ভিডিও বার্তায় পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেবে না পিটিআই। তারা এই নির্বাচনে অংশ নিয়ে বিদেশি অর্থায়নে ‘আমদানি’ করা সরকারকে বৈধতা দিবে না। পিটিআই চেয়ারম্যান ইমরান খান এই সিদ্ধান্ত নিয়েছেন।”

তিনি জানান, বিধানসভা থেকে গণপদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে দলের সদস্যদের মধ্যে মতপার্থক্য ছিল। কিন্তু সংসদীয় দল ইমরানকে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে।

সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ আরও বলেন, “সংসদীয় বৈঠকে আইন প্রণেতাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ইমরান খানকে। ইমরানের নির্দেশনা অনুযায়ী পিটিআই দলের কোনো সদস্য প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দেবে না। নির্বাচনের পরে পিটিআই সাংসদরা জাতীয় পরিষদের স্পিকারের কাছে তাদের পদত্যাগপত্র পাঠাবেন।”

জিও নিউজ বলছে, যদিও ইতোমধ্যেই পদত্যাগ শুরু করেছেন ইমরানের দলের সংসদ সদস্যরা। পিটিআই দলের ৮ জন সাংসদের পদত্যাগপত্র সামনে এসেছে।

পিটিআই দলের যেসব সাংসদ পদত্যাগপত্র জমা দিয়েছেন- হাম্মাদ আজহার, ফররুখ হাবিব, আলী জাইদি, মুরাদ সাঈদ, শিরিন মাজারি, শাফকাত মাহমুদ, আলী আমিন গন্ডাপুর ও আলী মোহাম্মদ খান।

Link copied!