• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

পরীক্ষাগার থেকে করোনা ছড়ানোর তদন্ত অমীমাংসিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৪:২৫ পিএম
পরীক্ষাগার থেকে করোনা ছড়ানোর তদন্ত অমীমাংসিত

করোনার উৎসের তদন্ত করতে গিয়ে কোন সিদ্ধান্তেই পৌঁছতে পারেননি মার্কিন গোয়েন্দারা। করোনাভাইরাস প্রাণী থেকেই প্রথম মানব দেহে প্রবেশ করেছে নাকি চীনের পরীক্ষাগার থেকে ছড়িয়ে পড়েছিল সেই অনুসন্ধানের জন্য পর্যাপ্ত তথ্য পায়নি গবেষক দল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ গত দুই মাস ধরেই করোনার উৎস ও সংক্রমণের সূত্রপাত জানতে মাঠে নামে গোয়েন্দা সংস্থাগুলো। তবে প্রতিবেদন এ ভাইরাস কীভাবে ছড়িয়েছে, তা নিয়েই দ্বিধাবিভক্ত ছিলেন সবাই।

দুই মার্কিন কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, মঙ্গলবার বাইডেনের কাছে জমা দেওয়া গোয়েন্দা সংস্থার প্রতিবেদন করোনাভাইরাসের উৎস সম্পর্কে নির্দিষ্ট কোন তথ্য উল্লেখ করা হয়নি।  

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। চীন সরকারের দাবি, এটি কোন প্রাণী থেকে মানব দেহে ছড়ায়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্র উভয়েই দেশটিতে করোনার উৎস খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছে।

এর আগে মার্কিন গণমাধ্যমে দাবি করা হয়, চীনের উহানের ভাইরাস গবেষণা কেন্দ্র থেকে দুর্ঘটনাবসত করোনা ছড়িয়ে পড়ে। তবে চীন সরকারের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যেই তাদের বলির পাঠা বানানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!