• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নরওয়েতে নাইটক্লাবে বন্দুক হামলায় হতাহত ১৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২২, ১১:০৭ এএম
নরওয়েতে নাইটক্লাবে বন্দুক হামলায় হতাহত ১৬
ছবি : রয়টার্স

নরওয়েতে একটি নাইটক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলা দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। স্থানীয় সময় শনিবার (২৫ জুন) দেশের রাজধানী অসলোর এক নাইট ক্লাবে এই হামলা ঘটে।

পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, একমাত্র অপরাধী বলে ধারণা করা একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের মুখপাত্র টরে বার্সটাড স্থানীয় সংবাদপত্র আফটানপোস্টেনকে জানান, হামলার ঘটনা লন্ডন পাব থেকে কাছের এক ক্লাব ও সেটির কাছাকাছি একটি রাস্তা পর্যন্ত প্রসারিত হয়েছিল। গোলাগুলির শুরু হওয়ার কয়েক মিনিট পরে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। লন্ডন পাব নামের ওই ক্লাব সমকামীদের কাছে জনপ্রিয় একটি পানশালা ও নাইটক্লাব। নরওয়ের প্রাণকেন্দ্রে ক্লাবটির অবস্থান।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকের সাংবাদিক ওলাভ রোয়েনবার্গ বলেন, ‘আমি এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখি। এসেই তিনি গুলি শুরু করেন।’

অসলো পুলিশ বিভাগের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, বন্দুক হামলায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বন্দুক হামলার ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দেশটির সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যায়, লন্ডন পাবের বাইরে জরুরি সেবাদাতা বিভাগের বিপুল সদস্য অবস্থান নিয়েছেন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে পুলিশ ও অ্যাম্বুলেন্সের কর্মীরা আছেন। অসলোর কেন্দ্রস্থলের ওপরে একাধিক হেলিকপ্টারও দেখা গেছে। শহরজুড়ে শুধু পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সের শব্দ।

Link copied!