• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নতুন চুক্তি দিয়ে জলবায়ু সম্মেলনের সমাপ্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০৫:৪০ পিএম
নতুন চুক্তি দিয়ে জলবায়ু সম্মেলনের সমাপ্তি

১২ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও বহু নাটকীয়তার পর স্কটল্যান্ডের স্থানীয় সময় শনিবার (১৩ নভেম্বর) শেষ হল জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬। বিবিসি জানায়, শেষ মুহূর্তে জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রতিরোধে শেষ মুহূর্তে একটি নতুন চুক্তি করা হয়েছে।

গ্রিনহাউস গ্যাস উৎপাদনকারী জীবাশ্ম জ্বালানী কয়লার ব্যবহার কমাতে প্রথম কার্যকর পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে ‘দ্য গ্লাসগো ক্লাইমেট প্যাক্ট’ নামের এই চুক্তিটিকে।

চুক্তিতে একদিকে কার্বন নির্গমন কমাতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর ওপর চাপ দেয়া হয়েছে। আর অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

যদিও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার জন্য এসব প্রতিশ্রুতি যথেষ্ট নয় বলে দাবি করছেন পরিবেশবাদীরা। 

এর আগে খসড়া চুক্তিতে পর্যায়ক্রমে কয়লার ব্যবহার বন্ধের প্রতিশ্রুতির কথা উল্লেখ থাকলেও ভারত ও চীন এর বিরোধিতা করে।

টেকসই উন্নয়ন ও দারিদ্র বিমোচনের মত লক্ষ্য পূরণের আগেই উন্নয়নশীল দেশগুলো কীভাবে কয়লার ব্যবহার বন্ধ করবে – এমন প্রশ্ন তোলেন ভারতের জলবায়ু মন্ত্রী ভূপেন্দর যাদব। আর তাই শেষ পর্যন্ত চুক্তিতে কয়লা ব্যবহার ‘পুরোপুরি বন্ধ’ করার পরিবর্তে ‘কমিয়ে আনার’ ব্যাপারে সম্মত হয় উভয় পক্ষ। 

Link copied!