সার্বিয়ার নির্বাচনের প্রাথমিক ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ। গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় রোববার ভুসিচকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
যদিও ভোট গণনার আগে ভূমিধস বিজয়ের আশা করেছিলেন ভুসিচ। তবে ব্যালট গণনা শেষে কমিশন জানায়, ভুসিচের ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) পার্লামেন্ট নির্বাচনে প্রায় ৪৪ ভাগ ভোটে জিতেছে।
ফল ঘোষণার পর প্রেসিডেন্ট জানান, “আমি খুবই আনন্দিত যে বিপুলসংখ্যক মানুষ আমাদের ভোট দিয়ে সার্বিয়ার গণতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেছেন।”
ভোটের আগে জরিপগুলোর ফলেও এসএনএস সংসদে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখবে বলেই আশা করা হচ্ছিল। ফলে প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের বিষয়টিও প্রত্যাশিত ছিল।
পর্যবেক্ষকরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে পরিবেশগত সমস্যা, দুর্নীতি ও জনগণের অধিকার রক্ষার মতো বিষয়গুলো ভোটের ময়দানে পার্থক্য গড়ে দেবে। ভুসিচও তেমনি দক্ষতার সঙ্গে করোনা মহামারিসহ নানা সংকটে স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেওয়ায় জনগণের আস্থা অর্জনে সক্ষম হন।
নির্বাচনের প্রধান বিরোধী প্রার্থী ছিলে অবসরপ্রাপ্ত সামরিক জেনারেল জেড্রাভকো পোনোস। প্রায় ১৭ শতাংশ ভোট পেয়ে পরাজয়ের পর তিনি বলেন, “এই নির্বাচনই আলেকসান্ডার ভুসিচের ক্ষমতার সমাপ্তি টানবে।”