ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীর হামলায় দেড় শতাধিক বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। শনিবার (১৬ অক্টোবর) কৌশলগত শহর মারিবের দক্ষিণে এই সামরিক অভিযান পরিচালিত হয়।
সৌদি জোট জানায়, গত ২৪ ঘণ্টায় আবদিয়ায এলাকায় ৩২টি বিমান হামলা চালানো হয়েছে। এসময় ১১টি সামরিক যান ধ্বংস করা হয়। নিহত হয় ১৬০ বিদ্রোহী। যদিও হুতি বিদ্রোহীরা এ বিষয়ে কোন বিবৃতি দেয়নি।
বার্তা সংস্থা এএফপি জানায়, সৌদি সমর্থিত সরকারি বাহিনীর শেষ ঘাঁটি মারিবের দখল নিতে ফেব্রুয়ারি মাসে আভিযান শুরু করে হুতি বিদ্রোহীরা। এ নিয়ে গত কয়েকমাস ধরেই দুপক্ষের লড়াই চলছে।
মারিবে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে গত সোমবার থেকে এ পর্যন্ত সাত শতাধিক বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে সৌদি জোট। তবে হুতি বিদ্রোহীরা ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করায় এই তথ্যের সত্যতা যাচাই করা যায়নি।
২০১৪ সাল রাজধানী সানা দখল করে সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। এরপর থেকেই ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর লড়াই চলছে।