• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

দুশ্চিন্তার কোনো কারণ নেই: হাসপাতাল থেকে মাহাথির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৪:১৩ পিএম
দুশ্চিন্তার কোনো কারণ নেই: হাসপাতাল থেকে মাহাথির

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমধ্যমে এ খবর প্রকাশ হয়েছে।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, জনসাধারণকে তার স্বাস্থ্য নিয়ে চিন্তা না করার জন্য আহ্বান জানিয়েছেন মাহাথির। তার মেয়ে মেরিনা বলেছেন, গত ২৪ ঘণ্টায় এই সাবেক রাষ্ট্রনেতার অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে আরও কিছুদিন তিনি ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসা চালিয়ে যাবেন।

এক বিবৃতিতে মেরিনা তিনি বলেন, “বাবার খাওয়াদাওয়া স্বাভাবিক আছে। পরিবারের সদস্যদের সঙ্গে মজা করেই সময় কাটাচ্ছেন তিনি। জনসাধারণ এমনকি বিদেশী নেতারাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মাহাথির মোহাম্মদ এবং আমাদের পরিবার সবার শুভকামনা পেয়ে মুগ্ধ। তার সুস্থতার জন্য প্রার্থনা করায় সকলকে ধন্যবাদ।”

গত শনিবার এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। আল-জাজিরা জানায়, কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন মাহাথির। বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকবও তাকে দেখতে যান।

তাঁর হাসপাতালে ভর্তির খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন ভক্তরা। সামাজিক মাধ্যমেও তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে গত এক মাসে তৃতীয়বারের মতো হার্টের চিকিৎসা নিলেন মাহাথির।

Link copied!