• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

দিল্লির চাঁদনি চকে আগুন পুড়ল অর্ধশতাধিক দোকান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০২:০৩ পিএম
দিল্লির চাঁদনি চকে আগুন পুড়ল অর্ধশতাধিক দোকান

ভারতের রাজধানী দিল্লির চাঁদনি চকে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে দিল্লির অন্তত ৬০টি দোকান পুড়ে গেছে আগুনে।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এনডিটিভি জানায়, চকবাজারের লালকেল্লার বিপরীতে অবস্থিত লাজপত রাই বাজারে ভোর ৫টার দিকে আগুন লাগে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, অগ্নিনির্বাপক কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সংবাদ সংস্থা এএনআই এর টুইট করা ছবিতেও পুড়ে যাওয়া দোকান ও পণ্যের ছবি দেখা গেছে।

দিল্লির এই প্রাচীন এলাকায় বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। পাশাপাশি এই এলাকাটি রাজধানীর অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র।

ভারতের জনপ্রিয় মার্কেট চাঁদনি চক এমনিতেই ঘিঞ্জি এলাকা। বাজারগুলোতেও অল্প জায়গায় প্রচুর দোকান রয়েছে।

সেখানে ইলেকট্রিক সামগ্রীর, পোশাক, জুতা, থেকে শুরু করে বিভিন্ন পাইকারি পণ্যের দোকান রয়েছে। সেখানকার চাট, পরোটা, মোগলাই আর মিষ্টিও প্রসিদ্ধ।

বৃহস্পতিবারের তবে আগুনে অনেক ছোট ছোট দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা।

 

Link copied!