শান্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় ইউক্রেনে দারিদ্র্য ও আর্থিক সংকট তীব্র হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিবিষয়ক সংস্থা ইউএনডিপি। যুদ্ধ না থামলে ইউক্রেনের জনসংখ্যার ৯০ শতাংশ চরম দারিদ্র্যের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া ইউএনডিপি জানায়, যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশটির অগ্রগতি কয়েক দশক পিছিয়ে পড়তে পারে। এর ফলে পরবর্তী প্রজন্ম গভীর সামাজিক ও অর্থনৈতিক সংকটে পড়বে।
ইউএনডিপির মতে, “ইউক্রেনের যুদ্ধের ফলে অকল্পনীয় মানবিক সংকট সৃষ্টি হচ্ছে। প্রতিদিনই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটছে ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। ইউক্রেনীয়দের জন্য অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন। অর্থনৈতিক পতনের আশঙ্কা সত্যিই উদ্বেগজনক। এই যুদ্ধ আগামীতে জনগণের জন্য যে দুর্ভোগ ও কষ্ট নিয়ে আসবে তার জন্য এখন থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে হবে। এই ভয়ংকর পরিণতি থামানোর এখনো সময় আছে।”
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে দেশটির গত ১৮ বছরের আর্থসামাজিক অগ্রগতি ধ্বংস হয়ে গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ইউএনডিপি। বর্তমানে দেশটির জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ দারিদ্র্যসীমার নিচে বাস করছে, যা যুদ্ধ-পরবর্তী সময়ে ৬২ শতাংশে পৌঁছানোর ঝুঁকি আছে।