শান্তি আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবিসি জানায়, তুরস্কের শহর আন্তালায়ায় অবস্থান করছে দুই দেশের প্রতিনিধদল।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভোসোগলুর আহ্বানে বৃহস্পতিবার তুরস্কে আসেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এর আগে বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভকেও তুরস্কে দেখা গেছে।
দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই প্রথম তিন দেশের কূটনীতিকদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। যদিও এর আগে তিন দফায় বেলারুশ সীমান্তে আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে সেই বৈঠকে এখনো সমঝোতা বা বড় কোনো সিদ্ধান্ত আসেনি।
এর আগে বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ইউক্রেনের বর্তমান সরকারকে উৎখাত করার কোনো নির্দেশ দেওয়া হয়নি রুশ সামরিক বাহিনীকে। সমস্যা সমাধানে ইউক্রেনের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলেও জানায় ক্রেমলিন।
সংবাদ সম্মেলনে জাখারোভা বলেন, ইউক্রেন দখল বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের কোনো ইচ্ছে নেই মস্কোর। তিনি বলেন, “ইউক্রেনকে দখল বা দেশটিকে ধ্বংস করা বা দেশের সরকারকে উৎখাত করার লক্ষ্য নেই রাশিয়ার সেনাদের।”
২৪ ফেব্রুয়ারি রাতে ইউক্রেন অভিযান শুরু করে রুশ বাহিনী। দুই সপ্তাহ ধরে ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। অভিযান বন্ধের জন্য ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দেওয়াসহ ইউক্রেনের জন্য তিন দফা প্রস্তাব রেখেছে মস্কো।