• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

তুরস্কে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ১২:০৪ পিএম
তুরস্কে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ মোকাবিলায় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। আফ্রিকা মহাদেশের ৫টি দেশ থেকে তুরস্কে ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছে দেশটির সরকার।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বিবৃতিতে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা টুইট বার্তায় লেখেন, “বতসোয়ানা, রিপাবলিক অব সাউথ আফ্রিকা, মোজাম্বিক, নামিবিয়া ও জিম্বাবুয়ে থেকে স্থল, আকাশ, সাগর ও রেলপথে তুরস্কে ঢোকা বন্ধ ঘোষণা করা হলো।”

এদিকে আফ্রিকার দেশ বতসোয়ানা, এস্তোনিয়া, লেসোথো, নামিবিয়া, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে ফ্লাইট স্থগিত করেছে যুক্তরাজ্য। ইউরোপের অন্যান্য দেশও সীমান্তে নিষেধাজ্ঞা জারি করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, দক্ষিণাঞ্চলীয় আফ্রিকায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সব দেশের সরকারপ্রধানকে সতর্ক অবস্থানে থাকতে হবে।

Link copied!