তালেবানের বিজয় উৎসবে নিহত ১৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৯:৫৯ পিএম
তালেবানের বিজয় উৎসবে নিহত ১৭

বিরোধীদের শেষ ঘাঁটি পঞ্জশির উপত্যকার ‘নিয়ন্ত্রণ’ পেতে এখনো যুদ্ধ করছে তালেবান। এরই মধ্যে প্রদেশের অধিকাংশ এলাকার দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। তবে আগাম বিজয় উদযাপনে বেধেছে বিপত্তি।

শনিবার (৪ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, আফগানিস্তানে বিজয় উদযাপন করতে গিয়ে তালেবানের ছোড়া ফাঁকা গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আল–জাজিরার খবরে বলা হয়, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানী কাবুলে আকাশের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, গুলিতে অন্তত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে। তবে এ নিয়ে তালেবানের পক্ষ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি।

যেকোনো উৎসবেই ফাঁকা গুলি ছুঁড়ে উদযাপন করা আফগান ঐতিহ্যের অংশ। এর আগে ৩১ আগস্ট মার্কিন সেনা প্রত্যাহার শেষেও কাবুলে ফাঁকা গুলি ছুড়ে ও আতশবাজি পুড়িয়ে উল্লাস করে তালেবান। যদিও সেসময় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

২০০১ সালে সেনা অভিযানের মাধ্যমে শুরু করা যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা ও ২ লাখ ৪০ হাজার আফগান প্রাণ হারায়। ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আবারও ক্ষমতা দখল করে তালেবান।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!