• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ড্রোন হামলার জবাবে ইয়েমেনে বিমান হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ১১:১৩ পিএম
ড্রোন হামলার জবাবে ইয়েমেনে বিমান হামলা

ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। রয়টার্স জানায়, হুতি বিদ্রোহীদের স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এতে বেসামরিক নাগরিক, শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হন। দুই বছরের মধ্যে এটি দেশটিতে সৌদি জোটের অন্যতম প্রাণঘাতী হামলা।

স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিদ্রোহীদের সামরিক নেতা আবদুল্লাহ কাশিম আল-জুনাইদের বাসভবন লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এতে ওই নেতার স্ত্রী-সন্তানসহ ১৪ জন নিহত হয়েছেন।

গত সোমবার সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বিদ্রোহীরা। স্থানীয় গণমাধ্যম আল-আরবিয়া ইংলিশের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় দুই ভারতীয় ও এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ছয়জন।

আবুধাবি পুলিশ জানায়, বিমানবন্দরের পাশে মুসাফ্ফাহত আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির তেল সংরক্ষণ কেন্দ্রে তিনটি ট্যাংকারে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এরপর হামলার দায় স্বীকার করে হুতি বিদ্রোহীরা।

এ হামলায় পরই ইয়েমেনে বিমান হামলা চালাল সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী।

Link copied!