• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ডিএনএ চুরির ভয়ে রাশিয়ায় করোনা পরীক্ষা করাননি ম্যাঁখো!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০২:৪০ পিএম
ডিএনএ চুরির ভয়ে রাশিয়ায় করোনা পরীক্ষা করাননি ম্যাঁখো!

ইউক্রেন সংকট নিরসনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো। তবে বিবিসির খবর বলছে, বৈঠকের আগে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক হলেও তা প্রত্যাখ্যান করেছেন তিনি।

ফরাসি সূত্রে জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষার প্রোটোকল অগ্রহণযোগ্য ও সফরসূচীর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ দাবি করে এটি এড়িয়ে গেছেন ম্যাখোঁ। তবে এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, পিসিআর পরীক্ষায় রুশরা তার ডিএনএর নমুনা সংগ্রহ করে ফেলবে এমন আশঙ্কা জানিয়েছেন তিনি।

ফরাসি কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানায়, ম্যাখোঁকে পুতিনের কাছাকাছি যেতে পিসিআর পরীক্ষা করতে হবে অথবা সামাজিক দূরত্ব মেনে চলতে। তাই কোভিড পরীক্ষা না করায় সোমবার সামাজিক-দূরত্ব মেনেই বৈঠক করেছেন পুতিন-ম্যাখোঁ।

এসময় তারা কেউ করমর্দন করেননি। দূরত্ব বজায় রাখতে তাদের মধ্যে একটি চার মিটার লম্বা টেবিল রাখা ছিল। তবে এ ঘটনায় পশ্চিমা দেশগুলো রাশিয়া অবিশ্বাস করে বলেও প্রশ্ন তুলেছেন অনেকে।

যদিও ফ্রান্স ছাড়ার আগে পিসিআর পরীক্ষা করেছিলেন ম্যাখোঁ। মস্কোতে থাকা অবস্থায় অ্যান্টিজেন পরীক্ষাও করেছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক।

 

Link copied!