• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

টিকাবিরোধী বিক্ষোভে উত্তাল অস্ট্রিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৫:৪৭ পিএম
টিকাবিরোধী বিক্ষোভে উত্তাল অস্ট্রিয়া

করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে স্বাস্থ্যবিধি জোরদার হওয়ায় অসন্তোষ বাড়ছে ইউরোপে। স্বাস্থ্যবিধি ও টিকার বিরুদ্ধে বিক্ষোভ চলছে অস্ট্রিয়ায়সহ বিভিন্ন দেশে।

টিকাদান বাধ্যতামূলক করার সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় সময় শনিবার রাজধানী ভিয়েনায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। টিকা না দেওয়া নাগরিকদের লকডাউনে রাখার নির্দেশের বিরুদ্ধেও প্রতিবাদ করেন তারা।

গত মাসে ইউরোপের প্রথম দেশ হিসেবে টিকাদান বাধ্যতামূলক করার ঘোষণা দেয় অস্ট্রিয়া। এরপর থেকে প্রতি সপ্তাহেই কোভিড টিকাদানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। পুলিশ জানায় শনিবার প্রায় ৪৪ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।

এসময় “টিকা নিয়ে ফ্যাসিবাদ নয়”, “আমি নব্য-নাৎসি বা গুন্ডা নই। আমি ব্যক্তি স্বাধীনতার জন্য, ভ্যাকসিনের বিরুদ্ধে লড়াই করছি।” এমন স্লোগানসহ প্ল্যাকার্ড বহন করেন অনেকে।

ফেব্রুয়ারি থেকে অস্ট্রিয়াতে ১৪ বছরের বেশি বয়সীদের টিকাদান বাধ্যতামূলক করা হবে। যদিও সরকার বলছে জোর করে কাউকে টিকা দেওয়া হবে না। তবে টিকা না নিলে ৬০০ থেকে ৩৬০০ ইউরো জরিমানা করা হতে পারে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!