• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টানা সংঘর্ষে ২৬৪ জন হুতি বিদ্রোহী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ১০:৫১ এএম
টানা সংঘর্ষে ২৬৪ জন হুতি বিদ্রোহী নিহত

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে শহরের নিয়ন্ত্রণ নিতে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা তিন দিনের এই সংঘর্ষে ২৬৪ জন হুতি বিদ্রোহী নিহত হন।

সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিবেদনে এ তথ্য জানায়।

এদিকে আল-জাজিরার খবরে জানায়, তেলসমৃদ্ধ মারিব শহরের নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষই জোরালোভাবে সংঘর্ষে লিপ্ত হয়। হুতি বিদ্রোহী এবং সরকার-সমর্থক সেনাদের মধ্যে গত ৭২ ঘণ্টা ধরে সংঘর্ষ চলছে।

আল-জাওয়াবা এবং আল-কাসারা এলাকায় চালানো হয় সাঁড়াশি অভিযান। বিমান অভিযানে ধ্বংস হয়েছে ৩৬টি যানবাহন। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬২ হুতি বিদ্রোহী।

মারিবের দখল নিতে চলতি বছর ফেব্রুয়ারি থেকে লড়াই শুরু করে হুতি বাহিনী। চলতি মাসে কয়েকবার হুতিদের শক্ত ঘাঁটি মারিবে হামলা চালায় সৌদি জোট। গত সপ্তাহেও ১৬০ বিদ্রোহীকে হত্যার দাবি করে দেশটি।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানীর দখল হুতিদের হাতে যায়। এরপরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের নির্মূলে ইয়েমেনে কাজ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। অভিযানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। বাস্তুহারা হয়েছেন লাখ-লাখ মানুষ।

ইয়েমেনের এই সংকটকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে নাজুক মানবিক বিপর্যয়কর পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ।

Link copied!