ইউক্রেনে সামরিক অভিযান অব্যহত রাখতে জ্বালানী রপ্তানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া – এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া যেন জ্বালানি নিয়ে রাজনীতি করতে না পারে তা নিশ্চিত করতে ইউরোপের প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার আন্তর্জাতিক সম্মেলন দোহা ফোরামে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন জেলেনস্কি। এতে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য প্রশান্ত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রাশিয়া যাতে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে বলে উল্লেখ করেছেন তিনি।
ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, জোট নেতাদের প্রয়াসের ওপর ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে। প্রতারণা করার অস্ত্র হিসেবে যে জ্বালানিকে ব্যবহার করা যাবে না সেটা রাশিয়াকে এটা বুঝিয়ে দিতে হবে।
এছাড়াও এই যুদ্ধে রাশিয়া সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন জেলেনস্কি। যুদ্ধের ইতি টানতে রাশিয়াকে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন এই নেতা।
যদিও এর আগে রাশিয়ার সামরিক অভিযানের প্রধান সের্গেই রুদস্কই বলেন, ইউক্রেনের যুদ্ধের প্রথম ধাপ সাফল্যের সঙ্গে শেষ করেছে রাশিয়া। পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করাই এখন থেকে রুশ সৈন্যদের প্রধান লক্ষ্য।