ফ্রান্সের বুভে শহরের ওয়াইস এলাকার একটি মসজিদের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা এএফপিকে জানান, মসজিদের ইমাম উগ্র মতাদর্শ প্রচার করায় মসজিদটি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
রাজধানী প্যারিস থেকে ১০০ কিলোমিটার উত্তরে এই শহরে ৫০ হাজার লোকের বসবাস। এক বিবৃতিতে নগর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় মসজিদের ইমাম কট্টরপন্থী বক্তৃতার মাধ্যমে “জিহাদে সমর্থন ও উসকানি” দেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তার উপদেশগুলো ঘৃণা ও সহিংসতা ছড়াচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
স্থানীয়রা জানান, ইমাম তার বক্তৃতায় জিহাদকারীদের ‘বীর’ হিসেবে তুলে ধরে সহিংসতাকে উসকে দিচ্ছেন। সম্প্রতি উগ্রবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফ্রান্সে ইসলামিক সংস্থাগুলোতেও তল্লাশি হচ্ছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান, বুভে শহরের গ্রেট মসজিদটির ইমাম তার বক্তৃতায় বিভিন্ন সময় “খ্রিষ্টান, সমকামী এবং ইহুদিদের” আক্রমণ করেছিলেন। এরপর মসজিদ কর্তৃপক্ষকে জবাব দিতে ১০ দিন সময় বেঁধে দেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যম কুরিয়ার পিকার্ড জানায়, মসজিদের ইমাম নতুন ইসলাম গ্রহণ করেছেন। মসজিদ পরিচালনাকারী কমিটি তার মন্তব্যকে অপ্রাসঙ্গিক বলে দাবি করছে। তাকে তার দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে কট্টরপন্থী মুসলিমদের বেশ কয়েকটি হামলার ঘটনার পর থেকেই দেশটিতে চরমপন্থীদের দমনে অভিযান শুরু হয়। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত কয়েক মাসে তারা ১০০টির বেশি মসজিদ ও নামাজের স্থানে তল্লাশি হয়েছে।