• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

জার্মানিতে করোনাবিধির বিরুদ্ধে হাজারও মানুষের বিক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৭:৪১ পিএম
জার্মানিতে করোনাবিধির বিরুদ্ধে হাজারও মানুষের বিক্ষোভ

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করেছে ইউরোপের দেশগুলো। যার ফলে অনেক দেশেই দেখা দিয়েছে তীব্র অসন্তোষ।

এরই মাঝে স্থানীয় সোমবার কয়েক হাজার মানুষ জার্মানির বিভিন্ন শহরে সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। সরকার বড়দিনের ছুটিতে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা ও টিকা বাধ্যতামূলকের সিদ্ধান্ত নেওয়ায় প্রতিবাদে নেমেছেন সবাই।

গত কয়েক সপ্তাহে বিভিন্ন শহরে বিক্ষোভ থেকে সহিংসতার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। গ্রেপ্তার হয়েছেন অনেকে।

সোমবারের ম্যাকলেনবুর্গ-ফরপমেন রাজ্যে সবচেয়ে বড় বিক্ষোভে যোগ দেন ১৫ হাজার বিক্ষোভকারী। পূর্বাঞ্চলীয় শহর ব্রান্ডেনবুর্গে বিক্ষোভে করেন নয় হাজার মানুষ।

এছাড়াও স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের হালে শহরে বিক্ষোভে অংশ নেন দেড় হাজার বিক্ষোভকারী। স্যাক্সনির বাউৎসেন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়।

এছাড়াও ড্রেসডেন, লাইপসিশ, থুরিঙ্গিয়া ও আল্টেনবুর্গেও বিক্ষোভ হয়েছে সোমবার।

Link copied!