• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

জাতীয় নির্বাচনের আগে চার রাজ্যে বিজেপির চমক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০২:০১ পিএম
জাতীয় নির্বাচনের আগে চার রাজ্যে বিজেপির চমক

২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে উত্তর প্রদেশে বড় চমক দেখাল কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। এনডিটিভি জানায়, বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যের চারটিতে জয় নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল।

সব কটি রাজ্যেই ধরাশায়ী হয়েছে কংগ্রেস। উত্তর প্রদেশ, গোয়া, মনিপুর ও উত্তরাখন্ড এরই মধ্যে চলে গেছে বিজেপির দখলে। তবে পঞ্জাবে দাপট দেখিয়েছে আম আদমি পার্টি। ১১৭ আসনের ৯০টিতেই জয় নিশ্চিত করে তারা।

পাঞ্জাবে কংগ্রেস নেতা নভজ্যোত সিধু আর মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে পেছনে ফেলেছেন আম আদমির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত সিং মান। জয় নিশ্চিত হতেই শহর সাংরুরে বিশাল মঞ্চ তৈরি করে মিষ্টি বিতরণ করছে তারা।

কেন্দ্রের ক্ষমতার চাবিকাঠি হিসেবে ধরা হয় উত্তর প্রদেশকে। সেখানে তিন দশকের বেশি সময় ধরে এবং প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি।

৪০৩ আসনের ২৫০টির বেশি আসনে এগিয়ে আছে তারা। আর প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি ১২১ আসনে জয় নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

২০১৭ সালে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার মনিপুর ও গোয়া উভয় রাজ্যেই পিছিয়ে রয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।

গোয়ায় সংখ্যাগরিষ্ঠ ১৮ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর মনিপুরে ৬০ আসনের ৩০টি রয়েছে তাদের দখলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাঞ্জাব ছাড়া পাঁচ রাজ্যের চারটিতেই বিজেপির আধিপত্য দেখা যাচ্ছে।

Link copied!