• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জম্মু-কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২ 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ০৯:২২ এএম
জম্মু-কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২ 
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরে একটি মন্দিরে পদদলিত হলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অনেকে।

শনিবার (১ জানুয়ারি) এএনআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাত পৌনে ৩টার দিকে কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ বলেন, “বৈষ্ণোদেবী মন্দির চত্বরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ১৩ জন। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত পৌনে ৩টা নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর পরস্পরের দিকে তারা তেড়ে যান। পরে তাদের সংঘর্ষের শুরু হয়। যার ফলে পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।”

দিলবাগ সিংহ আরও বলেন, “আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্দির চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এর আগে জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে প্রতিবছর ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় হয়। কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৪-১৫ কিলোমিটার যেতে হয় বৈষ্ণোদেবীর দর্শন পাওয়ার জন্য। তবে মন্দিরের ভেতরের পথটা বিস্তৃত নয়।

Link copied!