মার্কিন সেনা অভিযানে জঙ্গিগোষ্ঠী আইএস প্রধানকে হত্যার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি দাবি করেন, সিরিয়ায় এই অভিযানের মাধ্যমে আইএসের অস্তিত্ব হুমকিতে পড়েছে।
ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে আল-জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার রাতে আইএস প্রধান আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরায়শি নিহত হন। ওই কর্মকর্তা নিজেই অভিযানে যুক্ত ছিলেন বলেও জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে এই অভিযান সম্পর্কে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে জো বাইডেনের। বিবৃতিতে তিনি আরও বলেছেন, “মার্কিন জনগণ ও আমাদের মিত্রদের রক্ষা করতে গত রাতে আমার নির্দেশে উত্তর-পশ্চিম সিরিয়ায় সফলভাবে মার্কিন সামরিক বাহিনী অভিযান পরিচালনা করেছে।”
এসময় বাইডেন উল্লেখ করেন, বিশ্বকে নিরাপদ করে তুলতেই এই সন্ত্রাসবাদবিরোধী অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অভিযানের সফলতায় সশস্ত্র বাহিনীকে তাদের দক্ষতা ও সাহসিকতার জন্য ধন্যবাদ দেন তিনি।
আইএসের সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির মৃত্যুর পর ২০১৯ সালে তার স্থলাভিষিক্ত হন আল-কুরেশি। তুরস্কের সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের এই অভিযানে তিনি ছাড়াও অন্তত ১৩ জন নিহত হয়েছে।