করোনায় আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার এক বিবৃতিতে তিনি জানান, তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
এ বছর দ্বিতীয়বারের মতো করোনার বিরুদ্ধে লড়াই করছেন এই নেতা। তবে তিনি জানান, তিনি স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করছেন এবং সুস্থ বোধ করছেন।
গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সম্মেলনে যোগ দেন ট্রুডো। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন তিনি। এরপর শনিবার তিনি অটোয়ায় ফিরে আসেন।
এক টুইট বার্তায় ট্রুডো সবাইকে টিকা নিতে উৎসাহিত করে বলেন, “আমি করোনায় আক্রান্ত হয়েছি। তাই স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টিনে থাকছি। তবে আমি ঠিক আছি, কারণ আমার টিকা নেওয়া আছে। আসুন স্বাস্থ্যবিধি সম্পর্কে একে অপরকে জানাই ও নিজেদের সুরক্ষিত করি।”
শুক্রবার মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গেও ট্রুডো দেখা করেছিলেন। পরে তারা বাইডেনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
তবে হোয়াইট হাউসের কর্মকর্তা বলছেন, বাইডেনের সঙ্গে ট্রুডোর সামনাসামনি দেখা হয়নি। তাই তার আক্রান্ত হওয়ার ঝুঁকি কম বলে আশা করা হচ্ছে।
কানাডার বিমানবন্দরগুলোতে কোভিড পরীক্ষা স্থগিত করার কয়েক দিন পরই আক্রান্ত হলেন দেশটির প্রধানমন্ত্রী।