চীন ও রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছে রুশ কর্তৃপক্ষ। বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে বলেও মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
শনিবার (১৯ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের বরাতে এ খবর জানায় রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্স। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সের্গেই ল্যাভরভ বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও চীন-রাশিয়ার সম্পর্ক আগের চেয়ে আরও মজবুত হবে। দুই দেশের সহযোগিতা আরও মজবুত হবে।”
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি ক্ষুন্ণ করছে পশ্চিমারা। বিশ্বে আমাদেরকে কীভাবে চলতে হবে দুই শক্তিধর রাষ্ট্র হিসেবে তা ভাবতে হবে।”
এদিকে শুক্রবার (১৮ মার্চ) চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের আলোচনায় মূল বিষয় ছিল ইউক্রেনে রুশ সামরিক অভিযান।
আলোচনার পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, বৈঠকে বাইডেন ইউক্রেন ও দেশটির বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন। এছাড়া রাশিয়াকে সহায়তার প্রভাব ও পরিণতি নিয়ে দুজনের আলাপ হলেও এই পরিণতি কী হবে, তা বিস্তারিত জানায়নি হোয়াইট হাউস।
এদিকে শি জিনপিং জো বাইডেনকে বলেছেন, “শান্তি ও নিরাপত্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই কারও স্বার্থে নয় বরং বিশ্ব শান্তির জন্য ওয়াশিংটনকে সংকট সমাধানে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।”