• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চীনের ৪৫ লাখ বাসিন্দা ‘ঘরবন্দী’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৫:৫৭ পিএম
চীনের ৪৫ লাখ বাসিন্দা ‘ঘরবন্দী’

চীনের জিলিন শহরের ৪৫ লাখ বাসিন্দাকে ৩ দিন ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) রাত থেকে এ লকডাউন শুরু হবে বলে জানায় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

চীন সরকার বলেছে, সম্প্রতি বেশ কয়েকটি শহরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঘটছে। রোববার (২০ মার্চ) নতুন করে আরও ৪ হাজার মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। এর মধ্যে জিলিনে শনাক্ত হন দুই তৃতাংশ বাসিন্দা।

এর আগে শনিবার (১৯ মার্চ) প্রায় এক বছর পর করোনায় নতুন মৃত্যু দেখে দেশটি। মৃতদের দুজনেই জিলিন প্রদেশের বাসিন্দা। এর মধ্যে একজন করোনার ভ্যাকসিন নেননি। এ নিয়ে চীনে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৮ জনে।

চীনের উত্তর পূর্বাঞ্চলের জিলিন প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর জিলিন। এটি রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্তের কাছাকাছি। এই প্রদেশে আটটি অস্থায়ী হাসপাতাল এবং দুইটি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

২০১৯ সালে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ধীরে ধীরে মহামারি থেকে নিজেদের কিছুটা মুক্ত করে চীন। কিন্তু গত কয়েক সপ্তাহে ফের দেশটিতে করোনা সংক্রমণ বেড়েছে।

Link copied!