• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

চালকের ঘুমে প্রাণ হারাল ১০ বাসযাত্রী, আহত ৪৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০১:১৬ পিএম
চালকের ঘুমে প্রাণ হারাল ১০ বাসযাত্রী, আহত ৪৪

ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪৪ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, বাসটির গন্তব্য ছিল কসোভোর রাজধানী প্রিসটিনা। দুর্ঘটনার সময় বাসচালক ঘুমিয়ে ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সময় রবিবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বাসটিতে কসভোর নম্বর প্লেট লাগানো ছিল। এটি জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে সার্বিয়ার দক্ষিণে কসোভোর রাজধানী প্রিস্টিনার দিকে যাচ্ছিল।

জিজ্ঞাসাবাদে আটক বাসচালক জানান, তিনি কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

স্থানীয় কর্মকর্তারা জানান, বাসটিতে শিশুসহ ৬৭ যাত্রী ছিলেন। এদের মধ্যে দুজন চালকের একজন দুর্ঘটনাযর সময় মারা যান। আহত ৪৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্ল্যাভনস্কি ব্রড হাসপাতালের প্রধান জোসিপ সমারডজিক জানিয়েছেন, যাত্রীদের মধ্যে আটজন গুরুতর আহত হয়েছেন।

Link copied!